Payment Methods at Gearjet
A. Cash on Delivery
১. আপনার পছন্দের পণ্যগুলো কার্টে যুক্ত করুন।
২. “Proceed to Checkout”-এ ক্লিক করে Check Out পেজে যান।
৩. প্রয়োজনীয় তথ্য পূরণ ও ডেলিভারি স্থান সিলেক্ট করে পেমেন্ট মেথড হিসেবে “Cash on Delivery” সিলেক্ট করুন।
৪. Place Order-এ ক্লিক করে অর্ডার প্লেস করে অর্ডার নাম্বারটি সংরক্ষণ করুন।
৫. নিচে উল্লেখিত প্রক্রিয়ায় অর্ডার নিশ্চিত করুন।
অর্ডার নিশ্চিতকরণঃ নিচের পেমেন্ট লিংক থেকে ডেলিভারি চার্জ পেমেন্ট সম্পন্ন করুন।
Click Here to Pay with amarPay
বিঃদ্রঃ Reference নাম্বারের স্থলে আপনার Gearjet অর্ডার নাম্বারটি দিন। ৳৫০০০ এর অধিক মূল্যের পণ্যের ক্ষেত্রে অর্ডার নিশ্চিতকরণের জন্য ন্যূনতম ২০ শতাংশ মূল্য পরিশোধ করতে হবে।
B. Bkash
১. পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্ডার পেমেন্ট সম্পন্ন করুন।
২. USSD ডায়ালের মাধ্যমে
Merchant No:
01321684418
কিভাবে বিকাশের মাধ্যমে ম্যানুয়ালি পেমেন্ট করবেন?
– আপনার পছন্দের পণ্যগুলো কার্টে যুক্ত করুন।
– “Proceed to Checkout”-এ ক্লিক করে Check Out পেজে যান।
– প্রয়োজনীয় তথ্য পূরণ ও ডেলিভারি স্থান সিলেক্ট করে পেমেন্ট মেথড হিসেবে “Bkash Manual Payment” সিলেক্ট করুন।
– Place Order-এ ক্লিক করে অর্ডার প্লেস করে অর্ডার নাম্বারটি সংরক্ষণ করুন।
– *247# ডায়াল করে বা Bkash App-এর মাধ্যমে আপনার বিকাশ মেন্যুতে যান।
– “Make Payment” অপশন সিলেক্ট করুন।
– মার্চেন্ট নাম্বার 01321684418 লিখুন।
– অ্যামাউন্ট লিখুন
– রেফারেন্সে আপনার ৫ সংখ্যার অর্ডার নাম্বারটি লিখুন।
– পিন নাম্বার দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করুন।
৩. বিকাশ QR Code স্ক্যান করুন।
বিঃদ্রঃ বিকাশ ম্যানুয়াল/USSD মাধ্যমে আংশিক/পার্শিয়াল পেমেন্ট গ্রহণযোগ্য নয়।
C. aamarPay Online Payment Gateway (Bkash, Rocket, Nagad, Upay, Visa, Mastercard, Amex, Nexuspay etc.)
আমারপে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন?
১. আপনার পছন্দের পণ্যগুলো কার্টে যুক্ত করুন।
২. “Proceed to Checkout”-এ ক্লিক করে Check Out পেজে যান।
৩. প্রয়োজনীয় তথ্য পূরণ ও ডেলিভারি স্থান সিলেক্ট করে পেমেন্ট মেথড হিসেবে “aamarPay” সিলেক্ট করুন।
৪. Place Order এ ক্লিক করে পেমেন্ট গেটওয়েতে যান।
৫. পেমেন্ট গেটওয়েতে আপনার নাম ও ফোন নাম্বার দিয়ে “Pay Now”-তে ক্লিক করুন।
৬. “Payment Options” থেকে আপনার পছন্দের উপায়ে পেমেন্ট সম্পন্ন করুন।
বিঃদ্রঃ Online Payment পদ্ধতিতে আংশিক/পার্শিয়াল পেমেন্ট গ্রহণযোগ্য নয়।