PRIVACY POLICY | গোপনীয়তা নীতি

A. About Us

Gearjet (www.gearjet.com.bd) is an online shopping platform operated by Next Ventures, a company headquartered in 176, Road 6, Bashundhara, Dhaka, Bangladesh.

Our Service enables our Members to purchase all type of Technology, IT Device, Home Appliance, Smart Devices, Networking Goods & Softwares (Including Computer hardware, Gaming Consoles, Mobile, Television, Security Equipment etc.).

 

B. What personal data we collect and why we collect it


At Gearjet we are committed to protect your privacy.

1. We will only use the information that we collect about you lawfully.

2. We collect information about you for two main purpose: firstly, to process your order and second, to provide you the best online shopping experience.

3. You can unsubscribe from our “Important offer and updates” mailing service anytime.

4. The type of information we will collect about you includes: Your Name, Address, Phone Number, Email Address & Payment info as well. The information we hold will be accurate and up to date.

5. You can check the information that we hold about you by emailing us. If you find any inaccuracies we will delete or correct it promptly.

6. The personal information which we hold will be held securely in accordance with our internal security policy and the law.

7. We may use technology to track the patterns of behavior of visitors to our site. This can include using a “cookie” which would be stored on your browser. You can usually modify your browser to prevent this happening.

8. The information collected in this way can be used to identify you unless you modify your browser settings. If you have any questions/comments about privacy, you should contact us.

 

A. আমাদের সম্পর্কে

গিয়ারজেট (www.gearjet.com.bd) একটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম যা পরিচালিত হয় নেক্সট ভেঞ্চারের অধীনে। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ১৭৬, রোড ৬, বসুন্ধরা, ঢাকা, বাংলাদেশে অবস্থিত।

আমাদের সেবা আমাদের সদস্যদের প্রযুক্তি, আইটি ডিভাইস, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্ট ডিভাইস, নেটওয়ার্কিং পণ্য ও সফটওয়্যার (কম্পিউটার হার্ডওয়্যার, গেমিং কনসোল, মোবাইল, টেলিভিশন, সিকিউরিটি ইকুইপমেন্ট ইত্যাদি সহ) কেনার সুযোগ করে দেয়।

B. আমরা কী কী ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি এবং কেন

গিয়ারজেটে আমরা আপনার গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

  1. আমরা শুধুমাত্র আইনসম্মতভাবে আপনার সম্পর্কে যে তথ্য সংগ্রহ করি তা ব্যবহার করে থাকি।

  2. আমরা আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করি মূলত দুটি উদ্দেশ্যে: প্রথমত, আপনার অর্ডার প্রক্রিয়া করতে এবং দ্বিতীয়ত, আপনাকে সর্বোত্তম অনলাইন শপিং অভিজ্ঞতা দেওয়ার জন্য।

  3. আপনি আমাদের “গুরুত্বপূর্ণ অফার ও আপডেট” মেইলিং সার্ভিস থেকে যেকোনো সময় আনসাবস্ক্রাইব করতে পারবেন।

  4. আমরা আপনার যেসব তথ্য সংগ্রহ করব তার মধ্যে রয়েছে: আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল ঠিকানা ও পেমেন্ট সংক্রান্ত তথ্য। আমাদের কাছে থাকা তথ্য সঠিক ও হালনাগাদ থাকবে।

  5. আপনি আমাদের ইমেইল করে জানতে পারবেন আমরা আপনার সম্পর্কে কী তথ্য রাখি। যদি কোনো ভুল থাকে আমরা তা দ্রুত সংশোধন বা মুছে ফেলব।

  6. আমরা যে ব্যক্তিগত তথ্য রাখি তা আমাদের অভ্যন্তরীণ সিকিউরিটি পলিসি এবং আইনের সাথে সঙ্গতিপূর্ণভাবে নিরাপদে রাখা হবে।

  7. আমরা আমাদের সাইটে ভিজিটরদের ব্যবহারিক ধারা পর্যবেক্ষণের জন্য প্রযুক্তি ব্যবহার করতে পারি। এর মধ্যে আপনার ব্রাউজারে একটি “কুকি” সংরক্ষণ করাও থাকতে পারে। আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিং পরিবর্তন করে এটি প্রতিরোধ করতে পারেন।

  8. এইভাবে সংগৃহীত তথ্য দিয়ে আপনাকে শনাক্ত করা যেতে পারে যদি না আপনি আপনার ব্রাউজার সেটিং পরিবর্তন করেন। আপনার যদি গোপনীয়তা সম্পর্কিত কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে, তবে আমাদের সাথে যোগাযোগ করুন।